অনলাইন পাঠশালা সেবাধর্মী একটি ওয়েবসাইট। সরকারি, বেসরকারি ও বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ ও সাম্প্রতিক সময়ের সব পরিপত্র, নীতিমালা, বিজ্ঞপ্তি, নোটিশ, ফরম সন্নিবেশিত থাকবে সাইটটিতে। বিদ্যালয় ও অফিসের দৈনন্দিন কাজে বহুল ব্যবহৃত ফরম্যাটের ওয়ার্ড, এক্সেল ও এক্সেস প্রোগ্রামে তৈরি করা ফাইল নিয়মিতভাবে আপলোড করার জন্য রয়েছে নিবেদিতপ্রাণ একঝাঁক তরুণ। এছাড়াও সেবা গ্রহীতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদামাফিক ফরম্যাট তৈরি করে ইমেইল, ম্যাসেঞ্জার, হোয়াটস্আপ বা অন্যান্য মাধ্যমে সেবাগ্রহীতাকে তাৎক্ষণিক সেবা প্রদান করার মাধ্যমে সেবা সহজীকরণ করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। সহজ কথায়, আপনার একজন Personal Assistance হিসেবে সার্বক্ষণিক সহযোগিতা ও সেবা প্রদান করাই আমাদের ব্রত।
সেবার ব্রত নিয়ে আমাদের যাত্রা শুরু। আপনাদের অফিস ও বিদ্যালয়ের দৈনন্দিন কাজের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পেরে আমরা গর্বিত। আপনাদের দাপ্তরিক যেকোন বিষয়ে সহযোগিতার জন্য আমাদের রয়েছে নিবেদিতপ্রাণ কিছু দক্ষ ও উদ্যমী কর্মী। সপ্তাহের সাত দিন নতুন নীতিমালা, নোটিশ, পরিপত্র, অতি প্রয়োজনীয় ও দরকারি সব নতুন নতুন ওয়ার্ড ফরম্যাট ও সর্বশেষ তথ্য নিয়ে আপনাদের সাথে আছি আপনার বিশ্বস্ত সহযোগী হিসেবে।সবার সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টার ফলে সম্ভব ভালো কিছু করা। আশা করি, আপনাদের মূল্যবান মতামত, উপদেশ ও সহযোগিতা আমাদের চলার পথের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। সকলের জন্য শুভ কামনা।